জয়পুরহাটপ্রতিনিধিঃ ওমর আলী বাবু
জয়পুরহাটে বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামীলীগের কর্মীদের ছোড়া গুলিতে মেহেদী (২৫) নিহত হওয়ার ঘটনায় নির্দেশ দাতা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ সহ ২১৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের জয়পুরহাট বারের সিনিয়র আইনজীবী এ্যাড. আব্দুল মোমিন ফকির।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে জয়পুর হাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে শেখ হাসিনা-ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, জয়পুরহাটের সাবেক দুইএমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন (হুইপ) সামছুল আলম দুদু, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল সহ ২১৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন।
আদালতের ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে জয়পুরহাট থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিহত মেহেদীর বাড়ি সদর উপজেলার নতুন হাট শেখ পাড়া মহল্লায় । তিনি পেশায় একজন অটোচালক। মামলার বাদী জেসমিন আক্তার বলেন, ৫ আগস্ট আমার স্বামী মেহেদী বাড়িতে অটো রেখে ছাত্রজনতার আন্দোলনে যোগদিতে শহরে যায়। সেখানে আমার স্বামী মেহেদী গুলিবিদ্ধ হয়ে মারা যান। আমি এই হত্যার বিচার চাই। আর যেন কেউ স্বামী হারা না হয়। নিহত মেহেদীর বোন সাবানা আক্তার বলেন, মেহেদীর হত্যার সুষ্ঠু বিচার চাই। আর যেন কোন বোনকে তার ভাইকে হারাতে না হয়।
অপর দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র বিশাল হত্যার ঘটনায় ১৮ আগষ্ট তার বাবা বাদী হয়ে হাসিনা-কাদের সহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মন্তব্য করুন