ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে স্বাস্থ্য কমপে-ক্সটি সাবেক সরকারের নিয়মেই চলছে দেখার কেউ নেই বলে অভিযোগ উঠেছে। জানা যায়, স্বাস্থ্য কমপে-ক্সটিতে খোলা থাকাকালীন
প্রতিদিন বেলা ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫টাকা মূল্যে রোগীর স্লিপ বিক্রি হয় ১ হাজার থেকে ১২’শর মত। কিন্তু ঘোড়াঘাট স্বাস্থ্য কমপে-ক্সে কর্তব্যরত চিকিৎসকরা অফিস করছে বেলা ১০ টা থেকে ১১টা পর্যন্ত। এর পর টাকা দিয়ে স্লিপ নেয়া রোগীরা
চিকিৎসকের জন্য ছোটাছুটি করতে থাকে। রোগীরা চিকিৎসকের খোঁজ খবর নিয়ে
দেখে, ঘোড়াঘাট স্বাস্থ্য কমপে-ক্সের সামনে অবৈধভাবে গড়ে উঠা ক্লিনিকগুলোতে
চিকিৎসকরা গেছে। স্লিপ নেয়া রোগীরা চিকিৎসকের খোঁজ নিয়ে ক্লিনিকগুলোতে
গেলে সেখানে দালালদের মাধ্যমে চিকিৎসকরা ৩’শ থেকে ৫’শ টাকা ভিজিট নিয়ে
রোগী দেখছেন। আর মল, মূত্র, প্রসাব, পায়খানা সহ পরীক্ষা দেয়ার শেষ নাই। চিকিৎসকরা
সেখান থেকেও টাকার ভাগ পাচ্ছেন। এতে ঘোড়াঘাট বাসীর ধারনা, সাবেক আওয়ামীলীগ সরকারের সময় ঘোড়াঘাট স্বাস্থ্য কমপে-ক্সটি যে নিয়মে চলত, সেইভাবেই এখনও চলছে। রোগীদের দূর্ভোগের শেষ নেই। এ ব্যাপারে দিনাজপুর সিভিল সার্জন কর্তৃক সরেজমিনে তদন্ত করে রোগীদের দূর্ভোগ থেকে বাঁচাতে ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী জোর দাবী জানান।
মন্তব্য করুন