নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন:দিনাজপুর এবং রংপুরের সীমানায়,নবাবগঞ্জ পীরগঞ্জ উপজলোর মাঝ দিয়ে বয়ে চলা করতোয়া নদীর জয়ন্তীপুর ঘাটে ২৯ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ২০৩ টাকা বরাদ্দে সেতুর নির্মাণ ফলক উন্মোচন করলনে জাতীয় সংসদের স্পীকার ও পীরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ড. শিরিন শারমীন চৌধুরী। গত শুক্রবার বিকেলে জয়ন্তীপুর ঘাটে আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. শিরিন শারমীন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পীরগঞ্জ পৌর মেযর মোঃ শামীম হোসেন। এছাড়াও পীরগঞ্জ উপজেলার আওয়ামীলীগ নৃতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে পল্লী সড়কে গুরুত্বর্পূণ সেতু নির্মাণ র্শীষক প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রোকৌশল অধিদপ্তর, রংপুরের বাস্তবায়নে সেতুটি নির্মাণ হচ্ছে সেতুটি নির্মাণ করা হলে বৃহত্তর রংপুরের পীরগঞ্জ হয়ে রংপুর, গোপনিাথপুর, দিনাজপুরের নবাবগঞ্জ-ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুরসহ রংপুর বিভাগরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে ।
নবাবগঞ্জ উপজলোর ৮নং মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ (রহিম বাদশা) জানান- করতোয়া নদীর জয়ন্তীপুর ঘাটে সেতু না থাকায় অন্তত ২’শ গ্রামের মানুষ অতিকষ্টে বাশের সাঁকো দিয়ে দিনাজপুরের সাথে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করে আসতো। র্বতমান আওয়ামীলীগ সরকারের আমলে এই সেতুটি নির্মাণ হলে এলাকার জণসাধারন উপকৃত হবে ।
স্কুল শক্ষিক মোখলছেুর রহমান জানান- সেতুটির নির্মাণ ফলক উন্মোচন হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শিরিন শারমীন চৌধুরী বলছেনে- আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। জণসাধারনের জণসমস্যা সহ সকল উন্নয়ন র্কাযক্রম র্পযায়ক্রমে বাস্তবায়ন হবে ।
মন্তব্য করুন