নবাবগঞ্জে বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা I

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর)থেকে:- মোঃ মাহাবুবুর রহমান ,
মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুরের নবাবগঞ্জে বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিনিয়োগ ও ব্যবসার উন্নয়নে নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ। বিনিয়োগের সাথে উদ্দোক্তাদের ব্যবসার উন্নয়নে সংশ্লিষ্ট ব্যাংক প্রতিষ্ঠানগুলো থেকে ঋন সহায়তা সহ বিনিয়োগকারীদের সকল প্রকার সুযোগ দেওয়ার অঙ্গিকার ব্যাক্ত করেন ওই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। সভায় আবতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুর রহমান জানান দিনাজপুর জেলার মধ্যে নবাবগঞ্জ উপজেলা কৃষি ও শস্য ভান্ডার উৎপাদনে উল্লেখযেগ্য ভূমিকা পালন করছে। এ এলাকার উৎপাদিত কৃষি ফসল পার্শ্ববতী উপজেলা জেলার চাহিদা মিটিয়ে খোদ রাজধানী শহরের বাজারে বিভিন্ন বাহনে গিয়ে ক্রয় ,বিক্রয় হচ্ছে। ওই সমস্ত উৎপাদন মূখী কৃষকদের খুঁজে বের করে উদোক্তা হতে সহায়তা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, কারিগরি কলেজের অধ্যক্ষ আবু হেনা মো: মোস্তফা কামাল , ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম রাজা, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুর রহমান , ঔষধ ব্যবসায়ী শামিম হোসেন, মিডিয়া কর্মী এম রুহুল আমিন প্রধান ,ব্যবসায়ী সমিতির সাংগাঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।