নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে মোঃ মাহাবুবুর রহমান
দিনাজপুরের নবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৬ কোটি ৫০ হাজার টাকা বরাদ্দে উপজেলার বিভিন্ন স্থানে ৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান , দীর্ঘদিন ধরে উপজেলার প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ন ও অনুপযোগী থাকায় লেখাপড়া শিক্ষার্থীরা ভালো সুবিধা পেত না। উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মানের চাহিদা কর্তৃপক্ষ বরাবরে প্রেরন করা হলে ৯ টি বিদ্যালয়ে ভবন নির্মানের কাজ সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে কাজের উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। উপজেলার ৫ নং পুটিমারা ইউনিয়নের ঘাসুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মান কাজের উপ সহকারি প্রকৌশলী মোঃ মশিহুর রহমান জানান সিডিউল অনুযায়ী মান সম্মত ভাবে বিদ্যালয় নির্মান হচ্ছে। এ পর্যন্ত ৫০ % কাজের অগ্রগতি হয়েছে। উপজেলা প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) মোঃ মুনসুর আলী জানান ৯ টি বিদ্যালয়ের কাজে ভিত্তি প্রস্তুর স্থাপন করেছেন জাতীয় সংসদ সদস্য। শালখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকছেদ আলী জানান ভবন নির্মান শেষ হলে শিক্ষার্থীরা নতুন উদ্দমে নতুন ভবনে শিক্ষায় মনোযোগী হবে। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মশিউর রহমানের মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উপজেলায় নির্মানাধিন কয়েকটি প্রতিষ্ঠান তিনি পরিদর্শন করেছেন। সিডিউল অনুযায়ী কাজ করা না হলে সংশ্লিস্ট ঠিকাদারকে অর্থ ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন