এনজি নিউজ ঁ দিনাজপুরের নবাবগঞ্জে হেয়াতপুর অালিম মাদ্রাসায় ২০১৭ ইং সালে অনুষ্ঠিতব্যদাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোওয়া অনুষ্ঠান ২৩ জানুয়ারী বেলা ১১ ,টার সময় মাদ্রাসা প্রাঙ্গনে সহকারী অধ্যাপক মোঃ ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় |
সভাপতির স্বাগত বক্ত্যবে ইকরামুল হক বলেন যে , মাদ্রাসা শিক্ষা অাজ গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে , বর্তমানে বাংলাদেশে তিন ধরনের শিক্ষা ব্যাবস্থা চালু অাছে , এক সাধারন শিক্ষা (স্কুল ,কলেজ ) দুই অালিয়া মাদ্রাসা শিক্ষা , তিন কাওমি মাদ্রাসা শিক্ষা | অালিয়া মাদ্রাসা >সাধারন শিক্ষা ও কাওমি শিক্ষার সমন্বয়ে চালিত হচ্ছে যেখানে বাংলা ,ইংরেজী, অারবী, গনিত , এমনকি ডিজিটাল বাংলাদেশ গড়ার সহায়ক কম্পিউটার শিক্ষাও দেওয়া হয় , এক কথায় অালিয়া মাদ্রাসা শিক্ষা একটি বহুমূখী শিক্ষা ব্যাবস্থা | তাই মাদ্রাসা পড়ুয়াদের অার ঘূনা নয় ,অবহেলা নয়, তারাও পারে এক ধাপ এগিয়ে , বাংলা, ইংরেজী ,কম্পিউটারের সাথ্সোথে অারবী উর্দু ,| কাজে এক সাথে সুর মলিয়ে বলি মাদ্রাসা শিক্ষাই প্রকূত শিক্ষা মাদ্রাসা শিক্ষাই অাসল শিক্ষা |
মন্তব্য করুন