হিন্দু ধর্মের বৃহত্তর উৎসব শারদীয় র্দুগাপূজা উপলক্ষে ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় ও পূজা মন্ডপগুলোতে সরকারি এবং নিজস্ব তহবিল থেকে অনুদান বিতারণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবলী সাদিক এমপি।
উপজেলা প্রশাসন আয়োজিত সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাঃ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা।উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, উপজলো পূজা উদযাপন পরিষদের সভাপতি র্কাতকি সরকার প্রমুখ।প্রধান অতিথি শিবলী সাদিক এমপি ঘোড়াঘাট উপজেলার ৩৩ টি পূজা মন্ডপের প্রতিটিতে সরকারি জিআর এর ৫০০ কেজি করে চালের ডিও এবং নিজ তহবিল থেকে ৫০০০ হাজার করে টাকা পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ চক্রর্বতী জানান-ঘোড়াঘাট পৌরসভায় ১১টি বুলাকীপুর ইউনিয়নে ৫ টি পালশা ইউনিয়নে ৩টি ও সিংড়া ইউনিয়নে ১৪ টি মন্ডপে র্দুগা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা চেয়ারম্যাম, উপজলো নির্বাহী অফিসার, থানা অফিসার ইনর্চাজ জানান,৩৩ টি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। পুলিশ আনসার, ভিডিপি সহ সাদা পোশাকে আইন শৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে। র্সবক্ষণ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা মন্ডপগুলো মনিটরিং করা হবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১ টা র্পযন্ত পূজা মন্ডপ গুলোতে বিদ্যুৎ সরবরাহ রাখার ব্যবস্হার কথাও জানান হয়।#
মন্তব্য করুন