সৈয়দ হারুনুর রশীদের রিপোর্ট।
বিরামপুর -গোবিন্দগঞ্জ সড়কের নবাবগঞ্জস্থ বাজিতপুর বাজারের পশ্চিম পাশ্বে সড়ক উন্নয়ন কাজের ড্রেজার মেশিনের ব্যাটারী চুরি হয়ে যাওয়ায় চলমান কাজ বন্ধ প্রায়। সরজমিন পরিদর্শনে জানা যায় ১ অক্টোবর মঙ্গলবার সন্ধার পরে হতে রাত ৯ টা পর্যন্ত মুশলধারায় বৃষ্টির সময় সংঘবদ্ধ ১ টি চোরের গ্রুপ উল্লেখিত রাস্তায় কাজের স্থানে রাখা ৩ টি ড্রেজার মেশিনের ২ টি মেশিন হতে ৩ টি ব্যাটারী চুরি করে নিয়ে যায়।মেশিন গুলোর নাইট গার্ড জনৈক বয়স্ক ব্যক্তিতে চুরির ঘটনা জিজ্ঞেস করলে সে বলেন সন্ধ্যার পরে প্রবল বেগে বৃষ্টি বর্ষনের সময়ে সামান্য দুরে ১টি ঝুপড়ি বন্ধ দোকানের বারান্দায় আশ্রয় নিয়ে ছিলাম চোরেরা হয়তো সুযোগ নিয়ে ঐ সময়েই ব্যাটারীগুলো চুরি করেছে। আমি সকালে মেশিনের চালকের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পারি।বিষয়টি থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সাহাকে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি জানায় আমরা কোনো অভিযোগ পাইনি,অভিযোগ পেলে উদ্ধারের চেষ্টা করবো।ঠিকাদার কতৃপক্ষকে জিজ্ঞেস করলে তারা জানায় চুরি যাওয়া ৩ টি ব্যাটারীর মুল্য ৯০ হাজার টাকা, আজকে ব্যাটারীর অভাবে কাজ স্থগিত হ’য়ে আছে, স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তিদের অনুসন্ধানের জন্য বলা হয়েছে, ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।সরকারি সড়কের উন্নয়ন ব্যহত তথা সরকারি সম্পদ চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্ত মুলক শান্তির দাবি করছে এলাকার সচেতন জনতা। #
মন্তব্য করুন