নবাবগঞ্জে খটখটিয়া মৌজায় বিভিন্ন প্রজাতির দুই হাজার গাছের চারা কর্তন করেছে দুবৃত্তরা I

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকেমোঃ মাহাবুবুর রহমান
দিনাজপুরের চরকায় রেঞ্জের নবাবগঞ্জ বিটের বন বিভাগের সদ্য রোপণ করা বিভিন্ন প্রজাতির ৬ হাজার গাছের চারার মধ্যে ২ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। নিশিকান্ত মালাকার জানান, নবাবগঞ্জ খটখটিয়া মৌজার বন বিভাগের বেশ কিছু জমি দীর্ঘদিন ধরে বেদখল হয়েছিল। ইতোমধ্যে ওই জমিগুলো উদ্ধার করে সেখানে ছয় একর জমিতে আকাশমণি, জাম, বহেড়া, লটকন, আমলকি, জারুল, সোনালুসহ বিভিন্ন প্রজাতির ৬ হাজার গাছের চারা রোপণ করা হয়। গত সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বিভিন্ন প্রজাতির ২ হাজার গাছের চারা উপড়ে ফেলে। এ বিষয়ে যোগাযোগ করা হলে দিনাজপুর সামাজিক বন বিভাগ চরকাই ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা নিশি কান্ত মালাকার জানান এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে। এলকাবাসী জানায় বন এলাকায় একটি কুচক্রি মহল দির্ঘদিন ধরে বনের গাছ কর্তন করে জমি দখলের প্রতিযোগিতায় মেতে উঠেছে। চরকাই রেঞ্জের আওতায় হরিপুর ও ভাদুরিয়া বিটে প্রভাবশালি একটি মহল প্রায় দুইশ একর বনের জমি অবৈধ ভাবে দখলে নিয়ে ভোগ দখল করে আসছে। এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা জানান ২০১৯ সালে নভেম্বর পর্যন্ত অবৈধ ভাবে দখলে থাকা প্রায় ১০ কোটি টাকার ১০০ একর জবর দখল হওয়া জমি উদ্ধার করে সেখানে এলাকার সহায় সম্বল হিন ভুমিহিন ব্যক্তিদের উপকার ভোগি নির্বাচন করে নতুন করে বনায়ন সৃষ্টি করা হয়েছে। তবে ভাদুরিয়া বিটে বনের জমিতে পাকা এমারত নির্মান করে জন বসতির স্থাপনা তৈরি করতে গেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই সমস্ত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। এখনি অবৈধ দখলে থাকা জমি গুলো উদ্ধার করতে না পারলে এক সময় শুধু মান চিত্রেই থাকবে বন?


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।