নবাবগঞ্জে টেন্ডার ছাড়াই গাছ কর্তনের অভিযোগ I

Spread the love

নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে এম রুহুল আমিন প্রধান :
টেন্ডার ছাড়াই দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ২নং বিনোদ নগর ইউনিয়নের ভোটার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থাকা আম গাছ কর্তন করে আতœসাৎ করার চেষ্টায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে এলাকাবাসীর পক্ষে মো: নুর আলম সিদ্দিক বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে। গত শুক্রবার সকালে ওই গ্রামের জাকারিয়া ও ম্যানেজিং কমিটির কিছু সদস্যের গোপনে সহায়তায় একটি পুরাতন আমগাছ বিক্রি করে দেয়। পরে গাছটি কর্তনের কাজ শুরু করে এক পর্যায়ে গাছটির ডালপালা কেটে ফেলা হয়। এমন সংবাদ ছড়িয়ে পড়লে অভিযোগকারী নুর আলম সাথে সাথে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো:রেজাউল করিমকে জানান এরপর তিনি প্রধান শিক্ষককে বলে গাছটি সম্পন্ন কর্তন রোধ করেন। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান অভিযোগ পেয়েছি সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত জাকারিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান গাছটি তারাই রোপন করেছেন জমির সঠিক মাপ যোগ করলে তারা গাছটি পেয়ে যাবেন। এ ঘটনায় অভিযোগকারী নুর আলম সিদ্দিক জানান চলমান জরিপ কার্যক্রমে বিদ্যালয়ের নামে মাঠ পর্চা হয়ে গেছে । এছাড়াও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন নুর আলম ।
এম রুহুল আমিন প্রধান


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।