নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশিদ > দিনাজপুরের নবাবগঞ্জে ১৩ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার ৩২৭ টাকা ব্যয়ে একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ করা হচ্ছে। ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল কুশদহ ইউনিয়নের বিনোদন কেন্দ্র স্বাপ্নপূরীর সন্নিকটে খালিপপুর মৌজায় ওই প্রতিষ্ঠানটি স্থাপন করা হচ্ছে। নির্মাণাধীন প্রতিষ্ঠানের সামনে সাটিয়ে দেয়া সাইন বোর্ডে লিখে দেয়া তথ্য মতে কারিগরি শিক্ষা অধিদপ্তর সেটি বাস্তবায়ন করছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মানে ঠিকাদারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে মোঃ নাজির হোসেন এন্ড মেসার্স শফিক এন্টারপ্রাইজ জেভি। চুক্তি মূল্য ধরা হয়েছে ১৩ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার ৩২৭.৮১টাকা। কার্যাদেশ দেয়া হয়েছে গত ১০ মার্চ। কাজ সমাপ্তির কথা লেখা রয়েছে ১৮ মাস। ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার আরমান হোসেন জানান ১.৫০ একর জমির উপর ওই প্রতিষ্ঠানটি নির্মান করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৪০%ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে বৈদ্যুতিক খুটি থাকায় সেটি কর্তৃপক্ষ সরিয়ে নিতে প্রায় ৩ মাস কাজের বিঘ্ন ঘটেছে। তবে আশা করছি অল্প কিছুদিনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে ।
মন্তব্য করুন