ঘোড়াঘাট থেকে মোঃ শফিকুল ইসলামঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার ওসমানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বর্ণাঢ্য র্যালী শেষে পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম, প.প ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূর নেওয়াজ আহমেদ, কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, ঘোড়াঘাট সরকারী কলেজের অধ্যক্ষ এস,এম মনিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান ভুট্ট, সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল প্রমুখ। এছাড়াও দিন ব্যাপি নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণিল আতশবাজি প্রদর্শন ও ঢাকায় আয়োজিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এর মূল কনসার্ট স্যাটেলাইল এর মাধ্যমে সম্প্রচার।
মন্তব্য করুন