নবাবগঞ্জে অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা I

Spread the love

নবাবগঞ্জ(দিনাজপুর) সৈয়দ হারুনুররশীদ। ইটভাটাখ্যাত এলাকা হিসাবে পরিচিত দিনাজপুরর নবাবগঞ্জ উপজেলার হরিপুর এলাকায় স্থাপন করা অবৈধ ইটভাটায় ভ্রাম্যাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। বুধবার দুপুরে সহকারী কমিশনার(ভুমি) আল মামুন ওই অভিযান পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মিজানুর রহমান তাঁর সাথে ছিলেন। আদালত অভিযান কালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হরিপুর আর এম এ, এ এসএম, আর এ আর ও অলোক এস আর ইট ভাটায় অভিযান চালায়। অভিযান চলাকালে আরএম এ এবং অলোক এস আর ইট ভাটায় ফায়ার সার্ভিসের ঘটিকাপাম্প মেশিনদ্বারা পানি দিয়ে ভাটার ইট নষ্টকরে দেয়ার চেষ্টা করা হয়। এ এস এম ইট ভাটার রিটেরকাগজ রয়েছে বলে ভ্রাম্যমান আদালত কে জানানো হয়।সহকারী কমিশনার(ভুমি) আল মামুন জানান অভিযান কালে আদালত আরএম এ এবংআর এ আর ইট ভাটার ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।