গুড়িগুড়ি বৃষ্টি দিনাজপুরের চার উপজেলায় আম,লিচু উৎপাদন কম হওয়ার সম্ভবনাI

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান:

গুড়িগুড়ি বৃষ্টির কারণে দিনাজপুরের নবাবগঞ্জ,বিরামপুর,হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলায় হাজার হাজার বিঘা জমিতে থাকা উন্নতমানের বিভিন্ন প্রজাতির আমবাগানে শুরুতেই দেখা দিয়েছে প্রচুর পরিমান মুকুল। ছোট -বড় গাছে ভরে  গেছে আমের মুকুল। উপজেলার বিভিন্ন বাগানের মালিক ও আম লিচু উৎপাদনের সাথে জড়িত থাকা কৃষকেরা জানায় এ বছর বাগান গুলোতে প্রচুর আম-লিচুর উৎপাদন প্রচুর পরিমাণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। এর কারণে বাগান মালিকেরা পরিচর্যা সহ গাছগুলোতে বিভিন্ন ভাবে স্প্রে করেছিল। শুক্রবারে অল্পপরিমাণ আর শনিবারে সমস্ত দিন গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার কারণে আমের মুকুল আর লিচুর মুকুলে ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখছেন কৃষকেরা। উপজেলার আম উৎপাদনের ব্যাপক সম্ভাবনার স্থান মাহমুদপুর ইউনিয়ন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষি জমিতে ধানের সাথে আম গমের সাথে আম, লিচু সাথী ফসল হিসেবে আবাদ করছে কৃষকেরা। এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়নে আম বাগান মালিক ও দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোঃ ইকরামূল হক জানান গুড়িগুড়ি বৃষ্টির কারণে বাগান গুলোতে প্রচুর ক্ষতি হবে। গোলাপগঞ্জ ইউনিয়নের ১০০ বিঘা আম, লিচু চাষী মোঃ রফিকুল ইসলাম জানান অনেক গাছে মুকুল থেকে আমের গুটি এসেছে হঠাৎ বৃষ্টি হওয়ায় বের হওয়া আমের গুটি গুলোর ক্ষতি হবে। তবে লিচুর খুব একটা ক্ষতি হবেনা। চকনওদা গ্রামের বাগান মালিক সাজেদুর রহমান জানান তারপ্রায় ১০ বিঘা জমিতে থাকা উন্নত মানের আম বাগানে মুকুলের ক্ষতি হবে। এ বিষয়ে নবাববগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তার দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মুক্তাদির হোসেন জানান বৃষ্টির কারণে বাগানের মুকুলের ক্ষতি হবে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।