নবাবগঞ্জে কর্মহীন ২৫০০ পরিবারে ঘরে ঘরে খাদ্য বিতরণঃ

Spread the love


নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ। করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে ঘরে খাদ্য শস্য বিতরন করা হয়েছে। আজ ১ লা এপ্রিল বুধবার ৯ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে স্ব স্ব ইউনিয়নে ওই খাদ্য শস্য বিতরন করা হয়।
বিকেল ৪ টা হতে উপজেলারই ৫ নং পুটিমারা ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার হোসেন ইউনিয়নের  প্রতিটি গ্রামে ওই খাদ্য শস্য বিতরন কাজ শুর করে রাত ১০ টায় শেষ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের উপস্থিতিতে ওই ইউনিয়নের শেরনগর ও টংগী গ্রামে বিতরণ করা হয়। ইউনিয়নে কর্মহীন ২৫০ টি পরিবারের মাঝে বিতরনের বরাদ্দ পেয়েছেন বলে জানা যায়। প্রতিজনকে ১০ কেজি করে চাল ৩ কেজি করে আলু ও আধা কেজি করে লবন দেয়া হচ্ছে। উপজেলা ত্রাণ ও দূর্যোগ কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম জানান অনুরুপ ভাবে উপজেলার ৯টি ইউনিয়নের ২ হাজার ৫০০ টি পরিবারের মাঝে  সরকারের দেয়া ওই খাদ্য শস্য বিতরন কাজ শুরু করা হয়েছে।#


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।