ঘোড়াঘাটে এক ইউপি সদস্য ও ব্যবসায়ীর জরিমানা ।

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদ দাতাঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ভিজিডি কার্ডের চাল আতসাৎ করে বিক্রি করা অভিযোগে এক ইউপি সদস্য ৫ হাজার টাকা ও আৎসাতকৃত চাল ইউপি সদস্য নিকট থেকে ক্রয় করে দোকানে বিক্রি করার অভিযোগে মোঃ রতন মিয়া(৪০) নামে এক মুদিব্যবসায়ীর কাছ থেকে ২০হাজার টাকা জরিমানা আদায় সহ দোকানে রক্ষিত ২ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। মোঃ রতন মিয়া পৌর এলাকার দক্ষিণ নয়া পাড়া গ্রামের আলম মিয়ার ছেলে।
সোমবার দুপুরে ঘোড়াঘাট পৌর শহরের চার মাথা বাস স্ট্যান্ড এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম। জানা যায় মোঃ রতন মিয়া উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাদশা মিয়ার নিকট থেকে ভিজিডি কার্ডের চাল কালো বাজারে ক্রয় করে মুদি দোকানে বিক্রি করছিলেন। স্থানীয়দের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াহিদা খানম ঐ স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযান কালে মুদি ব্যবসায়ী রতন মিয়া সত্যতা স্বীকার করে জানান ,তিনি ঐ চাল গুলো ইউপি সদস্য বাদশা মিয়ার কাছ থেকে পাইকারী ভাবে ক্রয় করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াহিদা খানম ওয়াহিদা খানম জানান অবৈধ ভাবে মুদি দোকানে ভিজিডি কার্ডের চাল রেখে বিক্রির অভিযোগে তাৎক্ষণিক রতন মিয়ার কাছ থেকে ২০ হাজার টাকা ও পরে তদন্ত স্বাপেক্ষে ভিজিডি চাল দোকানে বিক্রির অভিযোগে ইউপি সদস্য বাদশা মিয়ার কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।