ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে শফিকুল ইসলাম:
দিনাজপুরের ঘোড়াঘাটে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০টাকা কেজি দরের চাল উপকার ভোগী কার্ডধারীদের মাঝে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিক্রি করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার রাণীগঞ্জ বাজারের নুরপুর গ্রামের চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডলের একটি গুদামে এ চাল গুলো বিক্রি করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, হাকিমপুরের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: আতোয়ার হোসেন সহ গণমাধ্যম কর্মীরা।
এর আগে উপরের নির্দেশে হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম ও ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নুরপুর গ্রামের চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডলের একটি গুদামে ভিজিএফ এর চাল আত্মসাত্ম করে গুদামজাত করেছেন চেয়ারম্যান এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে গিয়ে দেখা যায়, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে ৮৬৯ বস্তা চাল সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী রহিমা বেগম ডিলার হওয়ার কারনে তিনি ঐ চাল গুলো নিজ গুদামে মজুদ করে রেখেছেন। পরে কোন অনিয়ম না পেয়ে ঐ চাল গুলো ডিলার রহিমা বেগমের জিম্মায় রাখে পুলিশ। সোমবার সকালে পুলিশের উপস্থিতিতে কার্ডধারী উপভোগীদের মাঝে কার্ড যাচাই-বাছাই পূর্বক চালগুলো বিক্রি করা হয়।
বিষয়টি নিয়ে সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের সঙ্গে কথা হলে তিনি জানান, আমার স্ত্রী ডিলার হবার কারণে তিনি (রহিমা বেগম) চালগুলো চাতালে একটি গুদামে মজুদ করে রাখে। যা সোমবার থেকে বিতরণের কথা রয়েছে ।এর আগে দিনাজপুর জেলার পুলহাট এলাকার মের্সাস সোহা অটো রাইস্মিল জেলা ডিলারশীপ হিসেবে ঐ ৮৬৯ বস্তা চাল ট্র্যাক করে পাঠালে আমার স্ত্রী ঐ চালগুলো গুদামে রাখি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: আতোয়ার হোসেন জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর চাল সপ্তাহে ৩দিন সোমবার, মঙ্গলবার ও বুধবার উপকারভোগী কার্ডধারীদের মাঝে এ উপজেলায় ৮টি ডিলারের মাধ্যমে বিক্রি করা হয়।
মন্তব্য করুন