ঘোড়াঘাটে ভূমিহীনকে মারপিট সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ I

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িতে তুলে নিয়ে গিয়ে ভূমিহীন দুই সহোদরকে মারপিট করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে।
ঘোড়াঘাট থানার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইছলা গ্রামের মৃত-উমর আলীর ইছলা মৌজার ১নং খতিয়ান ভুক্ত কয়েকটি দাগের মধ্য হতে ১ একর খাস জমি সরকার কর্তৃক বন্দোবস্ত মূলে কবুলিয়াত প্রাপ্ত হয়ে ভোগ দখল করেন।
উমর আলীর মৃত্যুর পর তার পুত্র গোলাম রব্বানী ঐ জমি ভোগ দখল করতে থাকে। জমির কিছু অংশ ডোবা হওয়ায় সেখানে মাছ চাষ করেন। একই গ্রামের প্রতিপক্ষ রিফাত চৌধুরী সহ তার ওয়ারিশগন ঐ জমি অবৈধ দাবি করে। তারা গত বৃহস্পতিবার সকাল ৯টায় অস্ত্রের মুখে গোলাম রব্বানীকে রাস্তা থেকে কাজী রিফাত চৌধুরীর বাড়িতে তুলে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারপিট করে। তাকে বড় ভাই জিয়াউল ইসলাম রক্ষা করতে গেলে তাকেও মারপিট করে।
এ সময় প্রতিপক্ষরা তার কাছ থেকে ১’শত টাকা মূল্য মানের সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাদের ছেড়ে দেয় । পরদিন প্রতিপক্ষরা সংঘ বদ্ধভাবে গোলাম রব্বানীর পুকুরে চাষ করা প্রায় ১ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে গোলাম রব্বানী বাদী হয়ে কাজী রিফাত চৌধুরী, কাজী মাকছুদুর রহমান লাবু চৌধুরী সহ ৭জন বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
ঘোড়াঘাট থানা অফিসার ইনর্চাজ আমিরুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।