হায়রে মানুষ এক মা সন্তান কে কোল থেকে ফেলে দেয়, আর এক মা কোলে তুলে নেয় I

Spread the love


এম রুহুল আমিন প্রধান
দুনিয়াতে সন্তানের আপন ও মহাদরদী মা এর কোন বিকল্প নেই। সেই মায়ের নিকট যদি সন্তান নিরাপদে থাকতে না পারে তাহলে অবুঝ সন্তান যাবে কোথায় এ কথার জবাব দেবে কে । গত রোববার পেশাগত দায়িত্ব পালনের জন্য কাজ করতেছিলাম। হঠাৎ অন লাইন পএিকায় চোখ পড়ল দেখলাম নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের লাটিদাম গ্রামে সার্জারি তুলা দিয়ে মোড়ানো নবজাতক শিশু কে ধান ক্ষেতে ফেলে দেয় । পরে কুড়ে পাওয়া শিশুটির দেখভাল করার দায়িত্ব ভার গ্রহণ করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ নাজমুন নাহার বলে তথ‍্যটি জানান ডাঃ সাহাজান আলী। সন্তানটি কোলে মা হিসাবে তুলে নেন উপজেলা নির্বাহী অফিসার । রাতে শিশুটির শারিরিক অবস্হার অবনতি হলে দিমেক হাসপাতালে রিফার্ড করে চিকিৎসক। সেখানে ই শিশুটির মৃত্যু হয়েছে। পরদিন উপজেলা পরিষদ ঈদগাহ মাঠে জানাজা শেষে স্হানীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান জানান।
মানুষ মানুষের জন্য এর দৃষ্টান্ত হয়ে থাকলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।