এনজিনিউজ(নিজস্ব প্রতিনিধি) দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে উপসী ও নেরীকা আউশ ধান চাষাবাদে সহায়তার জন্য বিনামুল্যে বীজ, সার বিতরন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সার ও বীজ বিতরন অনুষ্ঠান শেষে আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ, উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সহকারী কমিশনার(ভুমি) মৌসুমী আফরিদা, উপজেলা মৎস্য অফিসার মোঃ শামীম আহম্মেদ, থানার ওসি(তদন্ত) মোঃ আঃ হাকিম আজাদ, কুশদহ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ দবিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান সবুজ, কৃষক ও সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন