ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলাম শফিঃ-
সরকারী ত্রাণ বিতরণের সময় ঘোড়াঘাট পৌর মেয়রের উপর হামলা ও শারিরীক লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন ঘোড়াঘাট পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কর্মকর্তা ও কর্মচারীরা। অন্যদিকে পৌরসভা সম্মেলন কক্ষে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন।
বুধবার (১৩মে) বেলা সাড়ে ১২টায় পৌরসভা কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,পৌর মেয়রের উপরে হামলা ও শারিরীক লাঞ্চিতের ঘটনায় আটকৃতদের আইনের আওতায় এনে শাস্তি ও দল থেকে আজীবন বহিষ্কারের দাবি জানানো হয়।উল্লেখ,গত মঙ্গলবার সন্ধ্যায় ত্রাণ বিতরণ সময় উপজেলার ওসমানপুর বাজারে পৌর মেয়রের উপর হামলা চালায় যুবলীগের নেতাকর্মীরা। এই বিষয়ে রাতেই পৌর মেয়র নিজেই বাদী হয়ে মামলা দায়ের করলে উপজেলা যুবলীগের আহব্বায়ক জাহাঙ্গীরসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
মন্তব্য করুন