নবাবগঞ্জ (দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিভাগের ১২ জন সহ মোট ১৩ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পজিটিভ রিপোর্ট এসেছে। গত বুধবার দিনাজপুরের সিভিল সার্জন ওই রিপোর্ট প্রকাশ করেছেন। আক্রান্তরা হলেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী রাশেদুল ইসলাম(৩০), নাসরিন বেগম(৫২), রেজিনা বেগম (৫০), মাহমুদা বেগম(৫০), রুমিনা খাতুন(৩৮), আনোয়ার হোসেন(২৯),বোরহানুল হক(৩৩), নুরুল ইসলাম(৫৫), নিলুফার বেগম(৪০), সি এস সি পি আরিফুল হক(৩৯), কামরুজ্জামান(৩৫) ও মেডিকেল টেকনোলিজিষ্ট(রেঃ গ্রাঃ) এনামুল হক(৩৬)। এ ছাড়াও একই সাথে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে শ্রীকৃঞ্চপুর গ্রামের মনির উদ্দীনের ছেলে হাবিবুর রহমানের। এই হাবিবুর রহমান প্রশাসনের ডাকে সাড়া না দিয়ে ফাকি দিয়ে লুকিয়ে বেড়াচ্ছে । একই সাথে স্বাস্থ্য বিভাগের এত জনের করোনা পজিটিভ রিপোর্ট সবাইকে ভাবিয়ে তুলেছে। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রফিকুল আলম সরকার জানালেন আজ বৃহস্পতিবার আক্রান্তদের পুনরায় নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদেরকে নিজ নিজ বাড়ীতে লক ডাউনে রাখা হয়েছে।উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহাজাহান আলী ফোন গ্রহন না করায় তার মন্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার মোবাইল ফোনে জানান স্বাস্থ্য বিভাগের আক্রান্তদের আইসুলেশনে নেয়া হয়েছে। অপর যে ১ জন রয়েছে তাকে তার নিজ বাড়ীতে লক ডাউনে রাখা হয়েছে। উল্লেখ্য যে এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ২০ জনে। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন বলে জানা গেছে।#
মন্তব্য করুন