নবাবগঞ্জে স্বাস্থ্য বিভাগের ১২ জনের পুনঃ পরীক্ষায় করোনা ধরা পড়েনি!

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ গত বুধবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিভাগের এক সাথে যে ১২ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছিল তাদের পুনরায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তারা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ধরা পড়েনি। গত বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে পুনঃ পরীক্ষার জন্য পাঠানো হলে গত শুক্রবার তাদের করোনা আক্রান্ত না হওয়ার রিপোর্ট এসেছে। উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহাজাহান আলী   শনিবার বিষয়টি নিশ্চিত করে জানান তাদের রিপোর্ট নেগেটিভ আসলেও এক কর্মীর ছেলের করনো আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছে। স্বাস্থ্য বিভাগের যাদের নেগেটিভ রিপোর্ট এসেছে তাদেরকে এখনও লক ডাউনে রাখা হয়েছে। তাদের আরও একবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হবে। একসাথে স্বাস্থ্য বিভাগের এত জনের করোনা পজিটিভ রিপোর্ট সবাইকে ভাবিয়ে তুলেছিল। উল্লেখ্য যে এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ২১ জনে।#


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।