নবাবগঞ্জে একই রাতে ৮টি গভীর নলকূপের মিটার চুরি

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধান। গত রবিবার দিবাগত রাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের নয়ানী জামিরা, সাতআনী জামিরা মৌজায় আবু তাহেরের , বড় মহেষপুর গ্রামের সাইদুল, তরিকুল, আরশ আলীর, শাল্টিমুরাদপুর গ্রামের আঃ ক্বাফীর এলাকার দুই হাজার বিঘা বোরো জমিতে গভীর নলকূপের সংযোগ বিদ্যুৎ মিটারের একই রাতে ৮টি মিটার চুরি হয়েছে। এ বিষয়ে গভীর নলকূপ মালিক ওই গ্রামের শফিউদ্দিনের পুত্র হাফিজুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করেছেন। এতে বলা হয়েছে, গত রাতে ওই ৮টি গভীর নলকূপে বিদ্যুতের সংযোগ মিটার কে বা কারা চুরি করে নিয়ে যায়। এর ফলে কৃষকের দুই হাজার বিঘা জমিতে সেচ দেয়ায় দেখা দিয়েছে জটিলতা। যথাসময়ে সেচ দিতে না পারলে ফসল উৎপাদন ব্যহত হবে। গভীর নলকূপ মালিক ক্বাফী তরিকুল ইসলাম জানান, মিটার চুরি করার পর চোরেরা একটি চিরকুটে ০১৯৮০৮৭৬৬৩৩ নং মোবাইলে ক্ষুদে বার্তা দিয়ে জানায়, চুরি যাওয়া মিটার পেতে পনের হাজার টাকা সহ উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। এ বিষয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাণীগঞ্জ জোনাল অফিসের ডি.জি.এম মোঃ মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গভীর নলকূপ মালিকদের থানায় অভিযোগ দিতে বলেছি। পরবর্তীতে সমিতির নিয়মানুযায়ী নতুন মিটারের সংযোগ দেওয়া হবে। এ বিষয়ে থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে মিটার উদ্ধার সহ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ জানান, মিটার চোর সিন্ডিকেটের সদস্যরা চুরির সঙ্গে জড়িত রয়েছে। দ্রুত সেচ সুবিধার জন্য চুরি যাওয়া গভীর নলকূপের মিটার সংযোগ করা হবে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।