পৌর সেবা থেকে বঞ্চিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বাসী ।

Spread the love

নবাবগঞ্জ (দিনাজ পুর) থেকে এম রুহুল আমিন প্রধান>
পৌর সেবা থেকে বঞ্চিত দিনাজ পুরের নবাবগঞ্জ উপজেলাবাসী। তথ্য নিয়ে জানা গেছে দিনাজপুরের নবাবগঞ্জ,বিরাম পুর হাকিমপুর ঘোড়া ঘাট এ চার উপজেলা নিয়ে গঠিত দিনাজপুরে ৬আসন। বিগত সরকারের আমলে ওই ৩ উপজেলা পৌরসভা হলেও কি এক কারনে ৩ লাখ এর আধিক পরিমাণ জনসংখ্যা হয়েও নবাবগঞ্জ বাসী পৌরসেবা ভাগ্যে জোটেনি তা হতাশা জনক।
এ উপজেলার আয়তন ৩১৭,৫৪ বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা পুরুষ ১ লাখ ১৪ হাজার ৭৬৩ জন। মহিলা ০১,১৪ ৫৭৪ জন । সর্ব মোট ২ লাখ ২৯ হাজার ৩৩৭ জন । ইউনিয়ন৯ টি । ওয়ার্ড সংখ্যা ৮১। পুলিশ ফাঁড়ি ১ টি । ফায়ার সার্ভিস ১টি । পোষ্ট অফিস ১৪টি। কাজী অফিস০৯ টি। গ্রাম সংখ্য ২৮২ টি। গুরুত্বপূর্ণ হাট বাজার ২৫টা । মেলা ৩টি। সরকারী কলেজ ১টি , সরকারি হাই স্কুল ১টি। সদরে সোনালীব্যাংক , কৃষি উন্নয়ন ব্যাংক ১টি। র্দশনীয় স্হান সিতার কুঠুরী বিহার, স্বপ্নপুরী, শাল বাগান , আশুড়ার বিল। নদ নদী করতোয়া নলশিষা ,হাওড় বিল ৩১ টি , পুকুর৭২টি, জলমহল৭৫টি, মস্যজীবির সংখ্যা১১৫০জন, বনভূমি ৬০২৩একর,।
এবিষয়ে যোগাযোগ করা হলে নবাবগঞ্জ ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ ছানোয়ার মন্ডল জানান পৌর সেবা দাবী অনেক দিনের । এ সরকারের আমলে যেন পৌর সেবা ঘোষণা হয় । নবাবগঞ্জ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও মের্সাস তানভীর আহাম্মেদ এর অধিকারী মোঃ মতিবুর রহমান জানান নবাবগঞ্জ অনেক পুরাতন উপজেলা পৌরসেবা হওয়া অত্যান্ত জরুরি ।
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান জানান আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার পৌর সেবা হলে এলাকার জনসাধারণ কাঙ্খিত উন্নয়ন সহ সেবা বেশি পাবে। তিনি ও পোরসভা হওয়ার জন্য কার্য‍কারী পদক্ষেপ গ্রহণ করবেন।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।