করোনার কারণে প্রধান মন্ত্রীর মানবিক উপহার পেলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকরি শিক্ষক বিতরণে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সহকারি কমিশনার (ভূমি ) আল মামুন ।

Spread the love

নবাবগঞ্জ দিনাজপুর থেকে এম রুহুল আমিন।                                                                                                                                   বৃহস্পতিবার দুপুরের দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দেশে করোনা ভাইরাস এর কারণে প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে মানবিক সহায়তা হিসাবে নবাবগঞ্জ উপজেলায় ১২৯ জন প্রধান শিক্ষক ও ২৬জন সহকারি শিক্ষকদের মাঝে প্রধান শিক্ষক কে ৫ হাজার আর সহকারি শিক্ষকদের ২৫০০ মোট ৭লাখ ১০হাজার টাকা বিতরণ করেছেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান । এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) আল মামুন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও রেফাউল আজম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ হোসেন আরা বেবি, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান ও ওয়েজ কুরুনী।
বিতরণ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার । এ সরকার ক্ষমতায় আসার পর থেকে মাদ্রাসা শিক্ষার তথ্য  প্রযুক্তি সহ একের পর এক উন্নয়ন করছে। দেশে করোনা ভাইরাসের কারণে কর্মহীন ঘরে থাকা শিক্ষকদের মানবিক সহায়তা হিসাবে যে উপহার পেলেন আপনার প্রধান মন্ত্রীর জন্য দোয়া করবেন ।উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) আল মামুন জানান সামাজিক দুরত্ব বজায় রেখে চেক বিতরণ করা হয়েছে।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।