দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ‍্যানে বিলুপ্ত ও ফলোজ গাছের ৬৫ হাজার চারা রোপন।

Spread the love

 নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে মোঃ রুহুল আমিন প্রধান >
  দিনাজ পুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানে বিলুপ্ত প্রজাতীর ও পুষ্টিকর ফলোজ গাছের ৬৫ হাজার । এর মধ্যে বিলুপ্ত প্রজাতীর দেশীও ভেষজ এবং বিভিন্ন ফুলের চারা রোপন করা হয়েছে। দিনাজপুর সামাজিক বন বিভাগের চরকাই ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান বর্ষা মৌসুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে চারা রোপণ করেছেন । বলে বিষয়টি জানান । ইতিপূর্বে আনুষ্ঠানিক ভাবে রোপণ উদ্ভোধন করেছেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক । দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডি এফ ও) আঃ রহমান।
  ৩ ই আগষ্ট আশুড়ার বিলের উত্তর জনপদের দীর্ঘ কাঠের সেতুতে ঘুরে ফিরে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের স্টাফ রিপোর্টার হাসান মেছবা প্রথম আলোর সাবেক বিরাম পুর প্রতিনিধি ও নিউজ চ্যানেল ২৪ এর বিরাম পুর প্রতিনিধি প্রভাষক এস এম আলমগীর। নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক হিলি বার্তার সহ সম্পাদক এম রুহুল আমিন প্রধান , নবাবগঞ্জ সদর বিট কর্মকর্তা মোঃ খায়রুল আলম, সংবাদ কর্মী ওয়েজ কুরুনী।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।