হয়রানি মুক্ত দিনাজ পুরের নবাবগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তার দপ্তর। অনিয়ম হলে কঠোর ব‍্যাবস্থা জানালেন উপজেলা পরিষদের চেয়ারম্যান I

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিনপ্রধান >
হয়রানি অনিয়ম, কাজ করে দেয়ার অজুহাতে অর্থ গ্রহণ সহ মুক্ত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সমাজ সেবা দপ্তর। এ উপজেলায় শুভ্র প্রকাশ চক্রবর্তী যোগদান করার পর থেকে তার দপ্তরটি এখন সেবা দেয়ার মানবিক দপ্তরে পরিনত হয়েছে। এবিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৯ নং কুশদহ ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ , বলেন সরকারি পরিপত্র অনুযায়ী ভাতা ভোগীদের তালিকা প্রস্তুত হবে এক্ষেত্রে অনিয়ের কোন সুযোগ নেই। একাজটি একার জন্য সম্ভব নয় এর সাথে জড়িত যারা তাদের সকলকে সততাও নিষ্টার পরিচয় দিতে হবে। ৮ নং মাহমুদ পুর ইউপি চেয়ারম্যান আঃ রহিম বাদশা জানান তার ইউনিয়নে উপজেলার ভাতা যাছাই বাছাই কমিটি গিয়ে প্রকাশ্যে তালিকা নিধ্যারণ করা হয়েছে।
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান জানান গণ প্রচার ছাড়া সরকারি কোন ভাতা ভোগীদের তালিকা চুড়ান্ত করা হবেনা। সে হেতু ইউনিয়ন পরিষদে গিয়ে ভাতা ভোগীদের তালিকা হয়েছে। যদি কেউ অনিয়ম দূনীতি করে এমন প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যাবস্হা নেয়া হবে।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সমাজ সেবা দপ্তর।
দফতরের মাধ্যমে গত অর্থবছরে ভাতা ভোগীদের মাঝে ১৩ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, হিজড়া, দলিত, হরিজন, এতিমখানা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, রোগী কল্যাণ ও শিক্ষা প্রতিবন্ধী ভাতাভোগী রয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী জানান, বয়স্ক ৮ হাজার ৩০২ জনের মাঝে ৪ কোটি ৯৮ লাখ টাকা, বিধবা ৩ হাজার ৯৬ জনের মাঝে ১ কোটি ৮৬ লাখ টাকা, প্রতিবন্ধী ২ হাজার ৭৭৬ জনের মাঝে ২ কোটি ৫০ লাখ টাকা, মুক্তিযোদ্ধা ২১০ জনের মাঝে ৩ কোটি ২৪ লাখ টাকা, হিজড়া ৪ জনের মাঝে ২৪ হাজার টাকা, দলিত ২৫ জনের মাঝে ১ লাখ ৫০ হাজার টাকা শিক্ষা প্রতিবন্ধী ১৭৪ জনের মাঝে ৯ লাখ টাকা , ৩৬টি এতিমখানায় ১ কোটি ২০ লাখ টাকা, সামাজিক নিরাপত্তা কর্মসূচর ৫৪ লাখ টাকা ও রোগী কল্যাণের ২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।