ঘোড়াঘাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন ।

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলামঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই ও শাক-সবজি বীজ এবং সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে আজ মঙ্গলবার (২৫ শে আগস্ট) সকালে এ কৃষি প্রনোদনার বীজ ও সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এখলাস হোসেন সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামাল হোসেন সরকার সহ আরো অনেকে। চলতি মৌসুমে এ উপজেলায় ৩০ জন চাষীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। প্রত্যেক চাষীকে ১ বিঘা জমির জন্য মাসকালাই বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি দেওয়া হয়। এছাড়াও চলতি মৌসুমে এ প্রনোদনার আওতায় আরো ৪০ জন চাষীর মাঝে সবজির বীজ প্রদান করা হবে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।