জয়পুরহাটে ডাকাতি হওয়া ২ টি মোটরসাইকেলসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ I

Spread the love

জয়পুরহাটঃওমর আলী বাবু ,
জয়পুরহাটে ডাকাতি হওয়া ২ টি মোটরসাইকেলসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম।
গ্রেফতার আসামীরা হল, আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্ঠপুর গ্রামের শহীদের ছেলে সাকিব, রাজকান্দা গ্রামের আঃ সাত্তারের ছেলে বুলবুল, পূর্ব আমুট্র গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাহিন, রাজকান্দা গ্রামের ফেরদৗসের ছেলে ফিরোজ, শ্রীকৃষ্ঠপুর গ্রামের মনতাজের ছেলে খোকন, আবু কালামের ছেলে সুরুজ হোসেন ও তোজামের ছেলে সোহেল।

প্রেস ব্রিফিংএ জানানো হয় গত ৩০ জুলাই আক্কেলপুর উপজেলার কেসের মোড় এলাকা থেকে সুলতান মাহমুদের মটরসাইকেল ছিনিয়ে নেয় এবং চলতি মাসের ৫ তারিখে আওয়ালগাড়ী এলাকা থেকে আলম হোসেন মোল্লার মোটরসাইকেল ও কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনতাই হলে তারা আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। আেেক্কলপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের দুটি দল তদন্ত করে পাবনা জেলা থেকে মোটরসাইকেল দুটি উদ্ধারসহ ছিনতাই ও ডাকাতির সাথে যুক্ত থাকায় ৭জনকে গ্রেফতার করে। আসামীরা মোটরসাইকেল ছিনতাইয়ের বিষয়টি প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করে।

পুলিশ জানায়, চলতি মাসের ২৭ তারিখ রাতে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের মালিহা পোল্ট্রি ফার্ম এলাকায় একদল ডাকাত সঞ্জয় কুমার নামের একজনের মোটরসাইকেল ছিনতাই ও ডাকাতির চেষ্টাকালে সঞ্জয়ের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে সাকিব ও বুলবুল নামের দু ডাকাতকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করে এবং তাদের দেওয়া তথ্যমতে বাকী আসামীদের গ্রেফতার ও মোটরসাইকেল দুটি উদ্ধার করে।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান মনিরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।