ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর ঘোড়াঘাটে ভেলাইন গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে মোঃ মামনু খন্দকারের(২৫) অর্ধ নবনির্মিত ইটের বাড়ি রাতের অন্ধকারে প্রতিপক্ষ ব্যক্তিরা ভাংচুর করেছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
থানায় করা অভিযোগ সূত্রে জানাযায়, গত তিন মাস পূর্বে মামুন খন্দদকার জনৈক দুলা মিয়ার কাছ থেকে ১৭ শতক জায়গা দলিল মুলে ক্রয় করে এবং সেই মোতাবেক দুলা মিয়া মামুন খন্দকার কে জায়গা বুঝে দেওয়া সহ সীমানা বুঝিয়া দেয়।পরবর্তীতে মামুন খন্দকার ১লা সেপ্টেম্বর থেকে উক্ত জমির উপর বসতবাড়ি নির্মাণ করার জন্য ইট বালি সিমেন্ট নিয়ে আসে এবং আনুমানিক চারফিট ইটের গাঁথুনি নির্মাণ করলে গত ১০ সেপ্টেম্বর কানাগাড়ি গ্রামের দুদু মিয়ার ছেলে মোঃ সামসুল(৩০), দুদু মিয়ার স্ত্রী মোছাঃ সামসুন্নাহার(৫২) সহ অজ্ঞাত আরও পাঁচ জন ব্যক্তি এসে উক্ত জায়গা নিজের বলে দাবি করে অভিযোগ কারী মামুন খন্দকার কে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করাসহ হুমকি দিয়ে আসে। এক পর্যায়ে গত ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে প্রতিপক্ষ সামছুল সহ অজ্ঞাতনামা আরও কয়েক জন ব্যক্তিকে মিলে অর্ধ নবনির্মিত বাড়ি ভাংচুর করে আনুমানিক ৫০,০০০/ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে জানা যায়।
অভিযোগ কারী মামুন খন্দকারের সাথে কথা বললে তিনি জানান, আমি অত্যান্ত ভয়ের মধ্যে আছি, যে কোন সময় সামছুল ও তার লোকজন আমার আরও ক্ষতি করতে পারে। তাই
উপায় না পেয়ে থানায় অভিযোগ করলাম এবং ন্যায্য সমাধান পাবো বলে আশা করছি I
মন্তব্য করুন