ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জমি ক্রয়ের বায়নাপত্র থাকা সত্ত্বেও আপন ছোট ভাইয়ের কাছ থেকে ২৫ বছর অতিবাহিত হলেও দলিল করতে পারেনি ব্যাংক কর্মচারী মোঃ ওসমান গণি।
থানার অভিযোগ সূত্রে জানা যায় গেছে, উপজেলার কশিগাড়ী আফসারাবাদ কলোনী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ ওসমান গণিকে ১৯৬৬ সালে কশিগাড়ী ও বার পাইকেরগড় মৌজার ৮৭ শতক জমি ৮ হাজার টাকা শতক মূল্যে নির্ধারণ করে ছোট ভাই মোঃ মতিয়ার রহমান তার অংশের ৮৭ শতক জমি বিক্রয় করার নিমিত্তে বায়নাপত্র সম্পাদন করে দেন।
আর দলিল সম্পাদনের কথা বললে আজ দিব কাল দিব টাল-বাহানা করে প্রায় ২৫ বছরেও দলিল করে দেয়নি মতিয়ার।
সম্প্রতি কালে বড় ভাই ওসমান গণি ছোট ভাই মতিয়ার রহমানকে বায়নাপত্র মোতাবেক দলিল সম্পাদনের কথা বললে সে ও তার পরিবারের লোকজন হুমকি-ধামকী প্রদর্শন করে। এ ব্যাপারে ওসমান গণি বাদী হয়ে মতিয়ারের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মন্তব্য করুন