জয়পুরহাট প্রতিনিধিঃ ওমরআলী বাবু >
জয়পুরহাটসহ সারাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে। রবিবার বেলা ১১টায় াাবুর কাশেম ময়দানে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রায় ঘন্টাব্যপী এই কর্মসূচী পালন করে।
মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন মানবিক ছায়া’র প্রতিষ্ঠাতা তিতাস মোস্তফা, সার্ক মানবাদিকার ফাউন্ডেশনের সভাপতি নুর-ই-আলম, জয়পুরহাট পরিবারের আফরিন সুলতানা রনি,মানবিক বাংলাদেশ সোসাইটির সদর উপজেলার আহবায়ক আহসান হাবীব, ক্লিন এন্ড গ্রিন এর সালেহুর রহমান সজীব প্রমুখ। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় বক্তরা বলেন, ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে ধর্ষণ ও নারী নির্যাতনের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড এবং গণধর্ষণ এর ক্ষেত্রে প্রকাশ্য ফাঁসি দেওয়ার দাবী জানান। ধর্ষণ মামলায় প্রশাসনের কারো কোন স্বজনপ্রীতি, গাফিলতি ধরা পড়লে অথবা টাকা নিয়ে নিষ্পত্তি করতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বক্তারা ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান সরকারের নিকট।
মন্তব্য করুন