নবাবগঞ্জ( দিনাজপুর) থেকে রুহুল আমিন প্রধান। বন্ধ হোক নারী নির্যাতন” নিশ্চিত হোক দেশের উন্নয়নে”
এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সমাবেশ নারী নির্যাতন বিরোধী স্লোগান এর মাধ্যমে উপজেলার সমাবেশ হয়েছে।
উপজেলার ৯টি ইউনিয়নে প্রত্যেকটি ইউনিয়নকে একটি করে বিট নির্বাচন করে এ সমাবেশ হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি অশোককুমার চৌহান।
সকাল ১০টায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান রাশেদুল কবির রাজুর সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ শামছুল আলম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার মোশারফ হোসেন,নবাব গঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান
এদিকে বিনোদনগর ইউনিয়েনর ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক এসআই আব্দুস সালাম।
এদিকে দাউদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহেল আজিম এর সভাপতিত্ব বক্তব্য রাখেন
থানা অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান
এদিকে কুশদহ ইউপি চেয়ারম্যান সায়েম সবুজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে শালখুরিয়া ইউপি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক মশিউর রহমান সাংবাদিক হাফিজুর রহমান।
উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আঃ রহিম বাদশা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কর্মকর্তা ওই পুলিশ কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুটিমারা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ কর্মকর্তা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও ভাদুরিয়া জয়পুর ইউনিয়নে একযোগে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন