নবাবগঞ্জের উৎপাদিত উন্নত জাতের ব্যাগিং করা আম রপ্তানি করতে সহায়তা করা হবে চাষী সমাবেশে ইউএনও নাজমুন নাহার I

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম. রুহুল আমিন প্রধান:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের উৎপাদিত উন্নত জাতের ব্যাগিং করা আম রপ্তানি করতে সার্বিক সহায়তা করা হবে।  বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের ফল সমবায় সমিতি লিঃ এর বাৎসরিক চাষী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন। ৮নং মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আঃ রহিম বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তৌহিদ ইকবাল। এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারজান আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাগান মালিক মোঃ আমির হোসেন, নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মিলন, ইন্ডেপেনডেন্ট টেলিভিশনের স্টাপ রির্পোটার হাসান মেজবা, চ্যানেল ২৪-এর হিলি প্রতিনিধি প্রভাষক এ.এস.এম আলমগীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, প্রভাষক ও আম বাগান মালিক মোঃ মোকলেছুর রহমান প্রমুখ।
সমিতির সভাপতি মোঃ জিল্লুর রহমান জানান দেশের তৃতীয় ফল চাষী সমিতি মাহমুদপুর ফল সমবায় সমিতি লিঃ। এ অঞ্চলের ছোট বড় ২ হাজারের অধিক চাষী উন্নত জাতের আম চাষে নিজেদের নিয়োজিত করেছে। আজকে চাষী সমাবেশে ক্রীড়া প্রতিযোগীতা, সমিতির নিজস্ব কার্যালয়ের ভবনের ভিত্তি প্রস্তর শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার সহ অন্যান্য অতিথি বৃন্দ। বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তৌহিদ ইকবাল জানান সমিতির চাষীদের উন্নত জাতের আম উৎপাদন, বিপণনসহ ব্যাগিং করা আম রপ্তানি করতে কৃষি অধিদপ্তর সহায়তা করবে।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য অতিথি বৃন্দ হলাইজানা প্রভাতি পাঠাগার পরিদর্শন করেন।

 

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।