দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ শত বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক I

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বাগেরহাট আজাদমোড় এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাত ১১ টায় ৩ শত বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় অপর একজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটককৃত মাদক ব্যবসায়ী নড়াইল লোহাগড়া দেবীর ৪নং নোয়া গ্রাম ইউপির ২নং ওয়ার্ডের (ভাড়া করা বাসা নারাগঞ্জ ফতুল্লার পাগলা নয়ামাটি) এলাকার মৃত শামসুল ফকিরের ছেলে সিরাজ ফকির (৪৩) এবং পলাতক মাদক ব্যবসায়ী দিনাজপুরের হাকিমপুর উপজেলার চেংগ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ সানোয়ার (৩৬)।
ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মোঃ মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফজলার রশিদ, এসআই ফারুকুজ্জামান ও সঙ্গীয় ফোর্স উক্ত স্থান থেকে প্লাস্টিকের দুটি বস্তায় রাখা ৩ শত বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে। সঙ্গে থাকা অপর একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। দিনাজপুরের হিলি থেকে ফেন্সিডিল নিয়ে এসে ঢাকাতে বিক্রির উদ্দেশ্যে ঐ স্থানে গাড়ীর জন্য তারা অপেক্ষা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের সহ সোমবার সকালে আটককৃত সিরাজ ফকিরকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর পলাতক আসামীকে আটকের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।