নবাবগঞ্জ (দিনাজ পুর)থেকে এম রুহুল আমিন প্রধান।
৯ ডিসেম্বর দিনাজপুরে জয়িতা অন্নেষনে বাংলাদেশ এর আলোকে এবার দিনাজপুর জেলায় সফল জননী হওয়ায় নবাবগঞ্জ উপজেলার দাউদ পুর ইউনিয়নে আখিরা গ্রামের জোবায়রা বেগম কে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা প্রদান করেছে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
নারী জাগরনের পথিকৃৎ এবং স্বপ্নদ্রষ্টা বেগম রোকেয়া শাখাওয়াত এর স্মরণে রোকেয়া দিবস ২০২০ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে তাঁকে সফল জননী নারী ক্যাটেগোরিতে শ্রেষ্ঠ জয়ীতা ২০২০ হিসেবে সংবর্ধনা দেয়া হয়েছে।
জেলা প্রশাসকের মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুই(সংরক্ষিত আসন), উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর।
এসময় উপস্থিত ছিলেন সফল জননীর সন্তান দিনাজপুর জেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ শাহিনুর রহমানসহ সরকারি কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য ইতিপৃর্বে ওই সফল জননীর বিযয়ে স্হানীয় ও জাতীয় পত্রিকায় ঘটা করে স্বামী হারানো জোবায়রা সন্তানদের উচ্ছ শিক্ষায় শিক্ষিত করতে জীবন যুদ্ধে জয়ি হয়েছেন তিনি। বড় সন্তান নবাবগঞ্জ হরিনাথ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক অন্যজন দিনাজপুর জেলা প্রণী সম্পদ অফিসার,আর এক জন বীর গঞ্জ উপজেলার সাব রেজিট্রার,ছোট মেয়ে ডিগ্রী পাস।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার জানান জোবায়েরা নবাবগঞ্জেও উপজেলা পর্যায়েও সফল জননী।
মন্তব্য করুন