দিনাজপুরের নবাবগঞ্জ ৫ জয়িতাকে সম্মাননা প্রদান I

Spread the love

নবাবগঞ্জ( দিনাজপুর ) থেকে রুহুল আমিন প্রধান
  বুধবার নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল ১১ টায় দিনাজপুরের নবাবগঞ্জে জয়িতা অন্বেষনে বাংলাদেশ এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান সহ আলোচনা সভা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান। জয়িতদের মধ্যে বক্তব্য রাখেন মোছাঃ পারুল বেগম, হোসনে আরা। জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হামিদা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মল্লিকা বেগম, সফল জননী জোবায়েরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী পারুল বেগম,
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোছাঃ হোসেন আরা বেবি।
আলোচনা শেষে জয়িতাদের সম্মাননা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার শাহজাহান আলী।  এ সময় আরোও উপস্থিত ছিলেন  নবাবগঞ্জ মাহলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শাফিকুল ইসলাম, কারিগরি কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মোস্তোফা কামাল, দেওগাঁ ফাযিল ডিগ্রি মাদরাসার উপাধ্যক্ষ মোঃ ইকরামুল হক, আওয়ামিলীগ নেতা শাহ জিয়াউর রহমান মানিক সহ আরোও অনেকে ।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।