সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানবন্ধন ও প্রতিবাদ সভা I

Spread the love

জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু >
‘সহকর্মীদের উপর হামলা, মানিনা মানব না’ এই স্লোগানে সময় টিভির স্টাফ রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিনের জয়পুরহাট জেলা প্রতিনিধি মাজেদুর রহমান ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম এর উপর বগুড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি সোহেল আহমেদ লিও এর সভাপতিত্বে সহ-সভাপতি রাশেদুজ্জামান আল হাসানের সঞ্চালনায় সাধারণ সম্পাদক ওমর আলী বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা,সময় টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজ, ৭১ টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ দৈনিক দেশ রুপান্তরের জয়পুরহাট জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা,জয়যাত্রা টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ মানবাধিকার নেতা নূরে আলম, খোরশেদ আলম প্রমুখ।এসময় আরও উপস্থিত ছিলেন, পুলক সরকার, মোস্তাফিজার রহমান মস্তফা,মোরশেদ হানিফ রিপন, আল জাবির,মওদুদ আহমেদ,রুহুল আমিন,সাজ্জাদুর রহমান, সিন্ধান্ত কুমার দাস, চম্পক কুমার,আব্দুল হাসিব, বদরুদ্দোজ্জাহ সবুজ,মিজানুর রহমান,মেহেদী হাসান,ফারুক আহমেদ,শাদমান হাফিজ শুভ সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজনরা।বক্তারা বলেন, মাজেদুর রহমান ও রবিউল এর উপর হামলাকারীদের দলীয় পদ থেকে বহিস্কার ও দ্রুত গ্রেফতার করার দাবী জানান।উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশন বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম হামলার শিকার হন।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।