ওয়ায়েস কুরুনী (দিনাজপুর) প্রতিনিধিঃ
শনিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার (চলতি দায়িত্বে) ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে এ কার্যক্রাম অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম ৯ জানুয়ারি হওয়ার কথা ছিল। তা স্থগিত করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২-এর ধারা ৭ (ঝ) ব্যত্যয় ঘটিয়ে জামুকার সুপারিশবিহীন শুধু বেসামরিক গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম ৯ জানুয়ারির পরিবর্তে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়।জামুকার ৭১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, বেসামরিক গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে যাচাইযোগ্য বীর মুক্তিযোদ্ধাদের বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে,সাক্ষ্য, তথ্য-উপাত্তসহ উপস্থিত থাকতে বলা হয়েছিল।উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার মুক্তিযুদ্ধাদের উদ্দেশ্য বলেন জানি, শুনেছি এ ধরনের সাক্ষ্য দিবেন না, সাক্ষ্য প্রমাণ সঠিক দিবেন। যদি কারো মিথ্যা স্বাক্ষী প্রমাণ হয় তাহলে তার ভাতা স্থগিত করা হবে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শুভ প্রকাশ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আলী, মোঃ দবিরুল ইসলামসহ প্রমুখ।
মন্তব্য করুন