নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
১ ফেব্রুয়ারী দিনাজপুরের নবাবগঞ্জে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপৃষ্টকরণ প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী খামারীদের ০৩ (তিন) দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্ভোধন হয়েছে। সকাল ১০টায় দাউদপুর প্রাণী সম্পদ কর্মকর্তার দপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন দিনাজপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুর আলম। এসময় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, দিনাজপুর জেলার অতিরিক্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশিকা আকবর তৃষা, নবাবগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ (ভারঃ) কর্মকর্তা ডাঃ শাফিউল ইসলাম। এছাড়াও ওই কর্মশালায় সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শারমিন আজম সহ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে অংশগ্রহন করা খামারী মুনমুন আকতার ও মাহাবুবা তারা জানান, আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ট করণ প্রশিক্ষণে তারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এ অনুযায়ী প্রশিক্ষণের আলোকে প্রাণীসম্পদ উন্নয়নে এ প্রশিক্ষণ খামারিদের সহায়ক হবে বলে দাবী করেন তারা।
মন্তব্য করুন