নবাবগঞ্জে করোনা টিকাদান (কোভিট-১৯) কার্যক্রমের উদ্ভোধনের প্রথম দিনে স্বাস্থ্য কর্মকর্তা সহ টিকা নিলেন ১৩ জন I

Spread the love


নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান>
রবিবার (৭ ফেব্রুয়ারী) সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহাজান আলী সহ টিকা নিলেন ১৩ জন। এ উপলক্ষ্যে উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্ভোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, থানা অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান। এছাড়াও মিডিয়া কর্র্মী উপস্থিত ছিলেন। উদ্ভোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, আমি নিজেই করোনায় আক্রান্ত ছিলাম। বহুদিনের কাঙ্খিত টিকা কবে আসবে এ নিয়ে চলছিল আলোচনা অবশেষে এসেই গেছে। আপনারা রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণ করুন। ভয় পাওয়ার কিছু নেই। সরকার শীতকালীন করোনা ঢেউ নিয়ন্ত্রণ করতে টিকাদানের যে কর্মসূচী গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসার দাবীদার। এবিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান জানান, সরকার প্রথম থেকেই করোনা প্রতিরোধে সফল উদ্যোগ নিয়েছিল। আজ করোনা নিরাময়ে টিকা গোটা দেশে বিতরণ করছে। এ সরকারের এ মহামারীতে এটা বড় উদ্যোগ। মহান আল্লাহ তা’আলা বাংলাদেশ সহ গোটা পৃথিবী থেকে এ দূর্যোগের অপসরণ করুন। এ কামনাই করি।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।