ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর – গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার মিশন মোড় নামক স্থানে যাত্রী বাহী বাস উল্টে প্রায় ২০ জন আহত হয়েছে। এসময় উল্টে যাওয়া বাসে থাকা যাত্রীদের গহনা, মোবাইল ও অন্যান্য মালামাল ব্যাপক ভাবে লুটপাট করা হয়েছে। বৃহস্পতিবার দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস চিশতিয়া পরিবহণ (দিনাজপুর- জ ১১-০০৩৫) বিকেল ৫টায় দিকে ঘোড়াঘাট উপজেলার মিশন মোড় নামক স্থানে পৌঁছিলে বাসের এক্সেল ভেঙ্গে বাসটি রাস্তার মাঝখানে উল্টে দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসে থাকা প্রায় ৩০-৪০ জন যাত্রীর মধ্যে প্রায় ২০ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৭ জনকে ঘোড়াঘাট হাসপাতাল ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। স্থানীয় কিছু লোক জানায়, বাসটি উল্টে গেলে রাস্তার পার্শ্ববর্তী লোকজন যাত্রীদের ও আহতদের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনা স্থলে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তা ক্লিয়ার সহ যানজট নিরশনের ব্যাপক তৎপরতা করতে দেখা গেছে।
মন্তব্য করুন