ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি মুলক ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) বিকাল ৫টায় উপজেলার রানীগঞ্জ বাজার দলীয় কার্যালয়ে উপজেলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে প্রস্তুতি মূলক ও বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাফে খন্দকার সাহানশা।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ রশিদুল আলম, আসাদুজ্জামান পয়েল,সাংগঠনিক সম্পাদক সদের আলী খন্দকার, দপ্তর সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, শিক্ষা সম্পাদক মাহফুজার রহমান, ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুস মন্ডল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল রহমান, সাধারণ সম্পাদক শাহিনুুর রহমান প্রধান, পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক আবদুল হামিদ, সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুর মান্নান মন্ডল, ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য বদরুল আলম , আবদুর রহিম,মাথিয়াস মার্ডি,আনোয়ার লস্কর, জয়নাল আবেদীন, মনিরুল ইসলাম মোল্লা।
সভায় জাতীয় ঐতিহাসিক ৭ মার্চ দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবু র রহমানের জন্মদিন ও শিশু দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্তব্য করুন