ঘোড়াঘাটে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত I

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৭ই মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন সরকার, উপজেলা আওয়ামালীগের দপ্তর সম্পাদক মনোরঞ্জন মোহন্ত, এজিএম মোতালেব হোসেন, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা ভেটেরিনারী সার্জন রোমনা আকতার রুমি, একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবু, সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।