জয়পুরহাট প্রতিনিধি:ওমর আলী বাবু >
জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৩৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় জয়পুরহাট শিশু উদ্যান মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আনোয়ারুল হক আনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার, জেলা প্রশাসক শরিফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট ,সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি আহসান কবির এপ্লব, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমিনুল বারী, বেলায়েত হোসেন লেবু,আব্দুল হাকিম মন্ডল প্রমুখ।
সাধারণ সভায় প্রধান অতিথি বলেন আমরা জয়পুরহাটের মানুষ, আমরা কে ব্যবসা করি কে রাজনীতি করি তা দেখার কিছু নাই। আমরা যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই এবং নির্বিঘেœ ব্যবসা পরিচালনা করতে পারি, যারা ভোক্তা তারা যেন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারিত না হয় সে দিকেও আমাদের খেয়াল রাখা উচিত। ব্যবসীরা যাতে সব ধরনের সুযোগ পায় এর জন্য আমি সার্বিক সহযোগীতা করব এবং আমি হুইপ আমাকে ও আপনারা ব্যবহার করবেন।
সাধারণ সভায় বিগত বছরের রির্পোট পেশ, পর্যালোচনা, ও অনুমোদন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাটের বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, সুধী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবগ।
মন্তব্য করুন